বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে প্রতিষ্ঠান ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মণ প্রধান অতিথি হিসেবে ওই মেলার উদ্বোধন করেন। এছাড়া দুপুর ১ টার দিকে “নতুন বাংলাদেশ
বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প কারখানার কারখানার ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জব ফেয়ারে চাকুরীদাতা প্রতিষ্ঠান আনজা কর্পোরেশন,বিডি কলিং আইটি লিমিটেড,গ্রীণ আইটি লিমিটেড সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেন। ওই প্রতিষ্ঠানগুলো জব ফেয়ারে অংশ নেয়া পলিটেনিক থেকে সদ্য পাশ করা ৬-৭ জনকে দক্ষতা যাচাই করে চাকুরী দেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মফিকুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস,বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার,সরকারি আবদুল
জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম,চাকুরীদাতা প্রতিষ্ঠান বিডি কলিং আইটি লিমিটেডের প্রতিনিধি রনি সাহা। এর আগে নন টেকনোলজির বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জব ফেয়ার ও সেমিনারে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খাঁন, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, চাকুরীপ্রাথীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
৯ স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা, বিএনপি-জামায়াতের হামলা সংঘর্ষ, আহত ৪০
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
হাইকোর্টে খারিজ হলো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল