Wednesday, January 28th, 2026, 4:37 pm

ভোটাররা আমাকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করবে  -নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয়  নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের  বিএনপি মনোনীত ধানের  শীষ  প্রার্থী  অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‎আমি গত ২৪ বছর আগে এই নাটোর সদর থেকে ১ বার  না ৩ বার এমপি নিবার্চিত হয়েছি। কিন্ত এবার যেই সারা আমি পেয়েছি আমার রাজনীতির জীবনের ৫০ বছরের অভিজ্ঞতায় এরকম সারা আমি পায়নি, আমার কাছে যেটা মনে হয়েছ, মানুষ ইতিপূর্বে ভোট দিতে পারে নাই মানুষ  ভোট কেন্দ্রে যেতে  পারে নাই, পছন্দর প্রার্থীকে ভোট দিতে পারে নাই এজন্য মানুষ জেগে উঠেছে কখন তারা ভোট কেন্দ্রে যেতে পারবে।

আগামী ১২ তারিখ তারেক রহমানের নেতৃত্বে ভোটার রা বিপুল ভোটে আমাকে ধানের শীষ মার্কা প্রতিকে আমাকে নির্বাচিত করবে। তিনি  আজ   বুধবার   সকালে  নাটোর সদর উপজেলার   ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া  ইউনিয়নের  চৌরি বাজারে  নির্বাচনী প্রচারনা  তিনি  এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছা সেবক দলের  সাবেক সাধারন সম্পাদক  রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,  সহ  বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।