রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পল্লবী ও খিলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় ঘটেছে প্রথম ঘটনা। মুদি দোকানি মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) ধূমপানের জন্য বাসার বাইরে বের হওয়ার সময় মোটরসাইকেলে এসে তিন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দীপু বাম পায়ের পাশ দিয়ে আঘাতপ্রাপ্ত হন। ছিনতাইকারীরা তার পকেট থেকে ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে আনা হয়, বলে জানান দীপুর শ্যালক।
অন্যদিকে, খিলক্ষেত বাসস্ট্যান্ডের রেললাইনের পাশে নির্মাণ শ্রমিক মো. লিটন (২৮) তিন ছিনতাইকারীর হাতে বাম কাঁধে ছুরিকাঘাত পান। তারা লিটনের কাছ থেকে ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। লিটনের সহকর্মীরা জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণকাজ শেষে ফেরার পথে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানিয়েছেন, আহত দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাগুলো সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথ ও ইইউর বড় দল
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট
ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন