আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: মশিউর রহমান,পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেখ মোহাম্মদ নাঈম ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, লংগদু রাজানগর বিজিবি জোন প্রতিনিধি সুবেদার রফিকুল ইসলাম ও সুবেদার মাসুম আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী এবং রাঙ্গামাটি সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন রাজিব, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি পালন, ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী সকল বিধিনিষেধ মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক উন্নত দেশ গড়তে আসুন যুবকদের সাথে নিয়ে দূর্নীতি মুক্ত সমাজ গড়ি-এটিএম আজাহারুল ইসলাম
রংপুর সদর -৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার দুগ্ধ খামারিদের
মুরাদনগরে একটি চাদাবাজ দলকে লাল কার্ড দেখাতে হবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া