Thursday, January 29th, 2026, 4:52 pm

দক্ষ ও অকার্যকর এনসিপির জয়পুরহাট জেলা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিদের দাবিতে  মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি:

অদক্ষ ও অকার্যকর জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিদের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারী)  বিকালে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির একাংশ, সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্র শক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে  উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব  ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্র শক্তির আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম ও ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা কমিটির সদস্য সচিব রাশেদুল ইসলাম সহ নেতৃবৃন্দরা।

মানববন্ধনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু বলেন, বর্তমান জেলা কমিটি সাংগঠনিক ভাবে সম্পূর্ণ ব্যর্থ। দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের ইচ্ছামতো একতান্ত্রিকভাবে দল পরিচালনা করছেন, যা এনসিপির আদর্শ ও লক্ষ্যের পরিপন্থী। আমরা ১০ দলীয় জোটে কাজ করতে চাই। আমরা নিজের থেকে গণভোটের প্রতারণা করছি।

জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল অভিযোগ করে বলেন, জেলা এনসিপি কমিটি ছাত্রশক্তিকে কোনো ধরনের বাস্তব সহযোগিতা করে না। শুধু আশ্বাস দেওয়া হয়, কিন্তু মাঠপর্যায়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করার কোনো আগ্রহ দেখা যায় না। ছাত্রশক্তিকে ইচ্ছাকৃতভাবে সংগঠনের কার্যক্রম থেকে দূরে রাখা হচ্ছে।

জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা কমিটির  সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম বলেন, ছাত্রশক্তি সব সময় আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকতে চায়। কিন্তু জেলা কমিটির অসহযোগিতা ও অবহেলার কারণে কর্মীরা হতাশ। এনসিপির কিছু সদস্য একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে পুরো দলকে জিম্মি করে রেখেছেন।

জাতীয় যুবশক্তি জয়পুরহাট জেলা আহ্বায়ক ইমরান হোসেন বলেন, যুবশক্তির ক্ষেত্রেও একই রকম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। জেলা কমিটি কোনো কর্মসূচিতে যুবশক্তিকে ডাকে না, কোনো পরিকল্পনায় যুক্ত করে না। ফলে যুব কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।

ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, এনসিপির জেলা কমিটি গঠনের পর থেকে শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহত পরিবারগুলোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেনি। কমিটি পাওয়ার পর তাদের খোঁজখবর নেওয়া তো দূরের কথা, ন্যূনতম  মানবিক দায়িত্বও পালন করা হয়নি।

বক্তারা অবিলম্বে অদক্ষ জেলা কমিটি স্থগিত করে তৃণমূলের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও কার্যকর কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এ ব্যাপারে এনসিপির জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, কি কারনে ছাত্র শক্তি, যুব শক্তি এ মানববন্ধন করেছেন আমি জানিনা। এ বিষয়ে দলের হাই কমান্ড কে জানিয়েছি। আর আমি ছাত্রশক্তি, যুবশক্তি নেতৃবৃন্দদের ডাকতেছি তারা আসলে আলোচনা করা হবে।