আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী। তারা এক মঞ্চে নির্বাচনি ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘এক মঞ্চে ৫ প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরান মাসুম সাব্বির,থানার ওসি তদন্ত কৃষ্ণলাল ঘোষ।
অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এই আসনের ৫ জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহ আলম,ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধা,স্বতন্ত্র প্রার্থী এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন । নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা হুসাইন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক উন্নত দেশ গড়তে আসুন যুবকদের সাথে নিয়ে দূর্নীতি মুক্ত সমাজ গড়ি-এটিএম আজাহারুল ইসলাম
রংপুর সদর -৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার দুগ্ধ খামারিদের
মুরাদনগরে একটি চাদাবাজ দলকে লাল কার্ড দেখাতে হবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া