Thursday, January 29th, 2026, 4:56 pm

নির্বাচিত হলে গ্রামীন অবকাঠামোর সংষ্কার ও উন্নয়ন কাজ অগ্রাধিকার দেয়া হবে : নাসের রহমান

জেলা প্রতিনিধি,মৌলভীবাজার:

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন,

গ্রামীন অবকাঠামোর সংষ্কার ও উন্নয়ন কাজ সহ চিকিৎসা সেবা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা  করা হবে।

তিনি বলেন,বিএনপি এখন ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছে। একটা দলের নেতা ওই শব্দটা ইউজ করেছিল কয়েক মাস আগে। আর আমি এখন বলতে চাই বিএনপি এখন ক্ষমতার দ্বারপ্রান্তে। এবং আমরা সদর দরজা দিয়ে ঢুকবো।  পেছনের দরজা দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় যায়নি। উনাদের দ্বারপ্রান্তেটা ছিল আবার পেছনের দরজা দিয়ে। এবং পিছনের দরজা দিয়ে উনারা কি করতেছেন না করতেছেন আপনারা সাংবাদিকরা খুব ভাল ঠিকই জানেন।

সোমবার ২৬ জানুয়ারি বিকেলে  মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, আমার নির্বাচনী এলাকায় দুই থানায় এবং মৌলভীবাজার পৌরসভায় রাস্তা-ঘাটের করুণ অবস্থা। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে প্রধান কাজ হবে গ্রামীণ রাস্তাগুলো সংস্কার করা। এটা সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, মৌলভীবাজার পৌরসভার অনেক জরুরি উন্নয়ন কাজ করার দরকার। ড্রেনেজ অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। রাস্তারও অবস্থা ভালো না। ফুটপাতও নেই। তবে প্রধান কাজ হবে রাস্তার সংস্কার করা। পৌরসভা বলেন, ইউনিয়নে বলেন আর থানার বলেন—সব জায়গাতেই উন্নয়ন কাজ করবো।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাস্থ্য সেবা প্রধানতম রিকুয়ারমেন্ট জনগণের। স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করবো। যাতে সকল চিকিৎসা মৌলভীবাজারেই নিতে পারেন।

রেল যোগাযোগ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, ‘আমরা ঢাকা টু শ্রীমঙ্গল একটা ট্রেন করবো। এই ট্রেন শ্রীমঙ্গল থেকে ঢাকা যাবে। আর কোথাও থামবে না।

তিনি বলেন, ‘সিলেট-মৌলভীবাজারের মানুষেরা ট্রেনের টিকিট ছাড়ার পাঁচ মিনিটের পর আর পায় না। সব টিকিট দালালরা নিয়ে কালোবাজারে বিক্রি করে। এই ট্রেন চালু হলে মৌলভীবাজারের মানুষের দুর্ভোগ লাঘব হবে।

শমসেরনগর বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট-মৌলভীবাজার প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার। এখানে এয়ারপোর্ট না থাকলে পর্যটকেরা কী সুবিধা পাবে?’ তিনি আরও বলেন, ‘শমসেরনগর এয়ারপোর্টের ফাইল এতদিন ডেড ছিল। এখন সেটি রিভাইভ করা হয়েছে। নতুন সরকার এলে শমসেরনগর বিমানবন্দরের কার্যক্রম নতুন করে শুরু করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মুহিতুর রহমান হেলাল, শ্যামলী সূত্র ধর, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো: বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপি নেতা এম ইদ্রিস আলী ও মতিন বক্স ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ‘ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দের ঈমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেক সেন্টারে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া। জেলা নেতৃবৃন্দ এটি নজরদারিতে রাখবে। কোনো সমস্যা হলে প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘শহর, গ্রাম, হাট-বাজারে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

এর আগে দুপুরে এম নাসের রহমান জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহরের এম সাইফুর রহমান সড়ক ও আদালত সড়ক এলাকায় গণসংযোগ করেন। এ সময় সেখানে জনসমাগম দেখা যায়।