সঙ্গীতশিল্পী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসিক তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসানের পৃথক দুই আবেদনের ভিত্তিতে জানানো হয়েছে, কৌশিক হোসিক তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সম্পর্কিত অনুসন্ধান কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আদালত উল্লেখ করেছেন, তাপস যদি দেশের বাইরে যান, তবে অনুসন্ধান ও বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, অনুসন্ধানকালে তাপস ও তার পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে একাধিকবার চিঠি পাঠানো সত্ত্বেও আয়কর নথি পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত তাপস ও তার পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
চট্টগ্রাম বন্দর শাটডাউন ঘোষণা শ্রমিকদের
৮ ফেব্রুয়ারি পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না, জানালো ইসি
টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ