আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নাগরিকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার সকালে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে চলাফেরা নিয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে। এসব হামলার লক্ষ্যবস্তু হতে পারে সমাবেশস্থল, ভোটকেন্দ্র কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ-সমাবেশ ও বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। তাই যেকোনো জমায়েতের আশপাশে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ওই দুই দিন তারা সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।
মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের পরামর্শগুলো হলো—
- বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা
- সব সময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা
- স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা ও সতর্ক থাকা
- জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন চার্জ রাখা
- ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা
- বিকল্প চলাচলের পথ আগে থেকে পরিকল্পনা করা
নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
এনএনবাংলা/

আরও পড়ুন
জামায়াত ও আওয়ামী লীগ একই ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম
২০ হাজার টাকায় সৌদি প্রবাসীদের দেশে ফেরার সুযোগ
টানা ছয় জয়ে দুর্দান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল