Friday, January 30th, 2026, 6:16 pm

বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির

 

বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যুবসমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী এবং এমন রাষ্ট্র গঠন করতে চায় যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা বাংলাদেশকে ভালোবাসবে তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ এবং দ্বিতীয় ভোটটি হবে ইনসাফের পক্ষে। অতীতের ‘বস্তাপচা রাজনীতি’ দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, সারাদেশে জামায়াতের নারীকর্মীদের হেনস্তা করা হয়েছে। নারীদের অসম্মান কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বেকারভাতা নিয়ে বিএনপির প্রতিশ্রুতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “বসে বসে বেকারভাতা খাব না, আমরা কর্মসংস্থান তৈরি করবো।” ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

ফেনীর ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। যে বাঁধের কারণে ফেনীবাসী দীর্ঘদিন ধরে বন্যা সমস্যায় ভুগছেন, সেই সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি ফেনীতে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের চেষ্টার কথাও জানান তিনি।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই আবরারকে জীবন দিতে হয়েছে। তাকে ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং উপস্থিতদের তাকে স্মরণে রাখার আহ্বান জানান।

জনসভাকে ঘিরে শুক্রবার সকাল থেকেই দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। জনসভা শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় জামায়াত আমির উপস্থিত হয়ে বক্তব্য দেন।

এনএনবাংলা/