ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন ১২৮ জন বাংলাদেশি জেলে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে বাংলাদেশের কারাগারে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু’দেশের আটক জেলেদের এই বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়। মুক্তি পাওয়ার পর বাংলাদেশি জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিজিএস জাহাজের অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরের পশ্চিম আইএমবিএল এলাকায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে জেলে ও নৌযান হস্তান্তর-গ্রহণ সম্পন্ন হয়।
এ সময় ভারতে আটক থাকা এফবি আদিব-২, এফবি মায়ের দোয়া, এফবি নুরে মদিনা, এফবি আমিনা গনি ও এফবি আল্লাহ মালিক নামের ৫টি ফিশিং বোটসহ ১২৮ বাংলাদেশি জেলেকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
পরবর্তীতে শুক্রবার বিকেলে পশ্চিম জোন সদর দফতর থেকে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ফিশিং বোটগুলো মহাজনদের বুঝিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। বন্দি বিনিময় চুক্তির আওতায় এফবি শুভ যাত্রা ও এফবি অনি-২ নামের দুটি নৌযানসহ তাদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ
১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান
ইনোভেশন কনসাল্টিং এর জরিপ: তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ