Friday, January 30th, 2026, 10:01 pm

এবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার

 

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। সম্প্রতি দেশটিতে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ক্রিকেট বিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে খেলা নিয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও এখনো কোনো কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবু সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিপা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। ফলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য কঠোর সুরক্ষা নির্দেশনা জারি করেছে এবং বিভিন্ন এশীয় বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। তবে বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, টুর্নামেন্টের কিছু ম্যাচ বা পুরো বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এনএনবাংলা/