Friday, January 30th, 2026, 10:13 pm

প্রতিহিংসা নয় উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি নাটোরে দশ দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষনায় দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয়  নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের  বিএনপি মনোনীত ধানের  শীষ  প্রার্থী  অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু নতুন নাটোর- নতুন আশা এই শ্লোগানকে সামনে রেখে নাটোর ও নলডাঙ্গা উপজেলার উন্নয়ন প্রতিশ্রুতির দশ দফা ভিত্তিক ইশতেহার ঘোষনা করেছেন।
ইশতেহার ঘোষনা কালে তিনি বলেন, আগামী ১২ ফ্রেবুয়ারী নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয় করে আমার কাছে সবচেয়ে গুরুপ্তপূর্ণ বিষয় প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রী কর্মসংস্থান অত্যান্ত গুরুপ্তপূর্ণ আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য গ্যাসের সংযোগ প্রতিটা মানুষের ঘরে ঘরে প্রোছে দিবো। এখানে শিক্ষা স্বাস্থ্য  এবং আইন শৃঙ্খলা মানুষের জন্য সবচেয়ে বড়  নিরাপত্তা। আমি নাটোরের মানুষকে শান্তি এবং উন্নয়ন দিবো।

শুক্রবার  সকালে  নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষনায়   তিনি  এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, প্রতিহিংসা নয় উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি আমি। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার আলোকে নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে তথা শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। ইশতেহার বাস্তবায়নে স্থানীয়দের মতামত গ্রহন এবং অগ্রগতি তুলে ধরে জনগনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
উত্থাপিত ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে। নাটোর চিনিকলের আধুনিকায়ন ও ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরী করা, শিক্ষার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ণ ইউনিট চালু করা, ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন।

দুলু বলেন, কৃষি ক্ষেত্রে আধুনিক হিমাগার নির্মাণ ও জেলার অন্যতম অর্থকরী ফসল পানের নিরাপদ উৎপাদন ও রপ্তানী এবং এগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা, নাটোর-নলডাঙ্গা সড়ক চারলেনে উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। রাণীভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রীণ ও ক্লিন সিটিতে রুপান্তর করবেন বলেও দুলু প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।