মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে প্রমের টানে সুদূর মরিশাস থেকে বাংলাদেশের মুরাদনগরে ছুটে এসেছেন নন্দিনী হুরইন (২৭)।
মরিশাসে কাজের সুবাদে বাংলাদেশি মেহেদী হাসান (৩১) সঙ্গে পরিচয় হয় নন্দিনী হুরইন পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের ৪ বছরের মাথায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত রবিবার (২৫ জানুয়ারি) কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে এভিডেভিড করে বিবাহ বন্ধনে হয়। বিয়ে শেষে মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন খাঁনে পাড়ায় স্বামীর বাড়ী আসেন স্বামী বাড়ী আসেন। মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন খাঁনে পাড়ায় গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মনোয়ারা বেগম ছেলে। গত ২৫ জানুয়ারি রবিবার সকালে মরিশাস থেকে বাংলাদেশেরর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পরে স্বামী তাকে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালত মাধ্যমে বিয়ে করে তার গ্রামের বাড়ি মুরাদনগরে নিয়ে আসেন। বিদেশি মেয়ে আসার খবরে প্রতিবেশীরা বিদেশি মেয়ে কে দেখতে ছেলে বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরিশাসের রিভিয়ার ডু রিমপার্ট, মন্দিরা রোড পিতাঃ সহস্ত্রবাহু দুতাহ
মাতাঃ সুনীতা মেয়ে নন্দিনী হুরইন।জন্ম তারিখ (৯ ডিসেম্বর ১৯৯৯) তারিখ। বৃত্তি ধর্মালম্বী জন্ম উভয় মরিশাসের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
মেহেদী হাসান বাবা গিয়াস উদ্দিন ও মাতা মনোয়ারা বেগম বলেন, তাদের সম্পর্ক ব্যাপারে ছেলে তাদেরকে আগেই জানিয়ে ছিলেন। পরে তারা পরিবারের সদস্যরা মিলে বিমানবন্দরে গিয়ে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালত মাধ্যমে বিয়ে দিয়ে তাদেরকে বাড়ী নিয়ে এসেছেন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে স্বামী বাড়ীতে কয়েক শত স্থানীয় মাঝে ভূরিভোজন আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন, বিএনপি নেতা মহিউদ্দিন, ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, চেয়ারম্যান মোঃ ইকবাল সরকারসহ কয়েক শত লোক। তারা এক মাসের ছুটিতে বাংলাদেশ এসেছেন।

আরও পড়ুন
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত
১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান
মুরাদনগর কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ