Friday, January 30th, 2026, 10:18 pm

নীলফামারীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে নীলফামারীতে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হারুন জামিল, নির্বাহী সম্পাদক, বাংলা মেইল; জিলহাজ উদ্দিন নিপুন, প্রশিক্ষক, পিআইবি এবং মোহাম্মদ বাহার বাহারাম খান, প্রশিক্ষক, পিআইবি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে
প্রশিক্ষণে নির্বাচনী আইন ও আচরণবিধি, ভুয়া তথ্য প্রতিরোধ, দায়িত্বশীল রিপোর্টিং এবং নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “গণভোট ২০২৬—সংসদ নির্বাচন দেশের চারি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।