আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি ভোটার যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটা নিশ্চিত করতে হবে। ভোটার যে দলেরই হোক না কেন, সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে; কোনো ধরনের অনিয়ম বা ‘দুই নম্বরি’র সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও করতে না পারে। আর কেউ সে ধরনের চিন্তা করলেও যেন তা বাস্তবায়ন করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভোটগ্রহণকে উৎসবমুখর করা এবং সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম
দুর্নীতিগ্রস্ত না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির
ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন