দেশের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দায়িত্বশীল আচরণের অভাবে পর্যটন খাত ভালোভাবে এগোতে পারছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে দ্য বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপ।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা ভালো করতে পারিনি। এজন্য দরকার দায়িত্বশীল আচরণ। এটি পর্যটকদের যেমন প্রয়োজন, তেমনি পর্যটন খাতের উদ্যোক্তাদেরও দায়িত্বশীল হতে হবে। সেন্টমার্টিন নিয়ে যে অপপ্রচার হয়েছে, সে সময় যদি উদ্যোক্তারা কথা বলতেন, তবে এত শোরগোল হতো না। আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম চাই। একই ঘটনা সিলেটের সাদা পাথর ও হাওরেও ঘটেছে।”
অনুষ্ঠানে দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের জন্য ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ২৯টি ক্যাটাগরিতে ২৭ প্রতিষ্ঠান এবং ৮ জন ব্যক্তি এই সম্মাননা পান।
আয়োজকরা জানান, এই সম্মাননার মূল লক্ষ্য হলো দেশের পর্যটন খাতের অংশীজনদের সেবামান ও পেশাদারিত্ব উন্নয়নে অনুপ্রাণিত করা।

বিশেষ অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ, যারা দেশের আতিথেয়তা খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অবদান রেখেছেন।
গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, ১৫০টিরও বেশি মনোনয়ন থেকে জুরি বোর্ড এবারের জন্য ২৭ প্রতিষ্ঠান ও ৮ জনকে সেরা হিসেবে নির্বাচন করেছেন।
সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
- র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা
- পেনিনসুলা চট্টগ্রাম
- প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
- গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট রংপুর
- হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল
- ওয়ান প্যারাডাইস হোটেল কক্সবাজার
- ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার
- সাইমন বিচ রিসোর্ট কক্সবাজার
- হোটেল সারিনা
- দুসাই রিসোর্ট
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম
দুর্নীতিগ্রস্ত না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির
ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন