Saturday, January 31st, 2026, 3:57 pm

দুর্নীতিগ্রস্ত না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। দুর্নীতিগ্রস্ত কোনো সরকারও আমাদের কাম্য নয়। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ।”

শনিবার বেলা পৌনে ১২টায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছেড়ে যাইনি। আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো। আমরা মজলুম ছিলাম, তাই মজলুমের কষ্ট বুঝি। এজন্য আমরা কখনো জালিম হবো না।”

দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “যদি কোনো মা-বোনের গায়ে হাত তোলা হয়, আমরা তা বরদাশত করবো না। এমন ঘটনা যেখানেই ঘটবে, সেখানেই সাহসী যুবকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে—যেভাবে জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছিল।”

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, “কোনো ভয়-ভীতিতে দমে যাবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন এবং চাঁদাবাজদের রুখে দাঁড়ান। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদে থাকবেন।”

তিনি আরও বলেন, “আপনারাই সেই মায়েরা—যারা আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদিদের জন্ম দিয়েছেন। যারা ভয় দেখায়, তাদের প্রতিরোধ করুন। বলুন—ভোট দিতে যাবো, ন্যায়ের পক্ষে ভোট দেবো, পারলে ঠেকাও।”

ভোটারদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের ভোট দিলে এবং আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন—এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।”

যুবসমাজের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেবো না। বরং কর্মসংস্থান সৃষ্টি করে তাদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো এবং সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করবো।”

চৌদ্দগ্রাম আসনের ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদেক কাইয়ুম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মো. ইয়াছিন আরাফাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সেক্রেটারি অনিল চন্দনাথ, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এনএনবাংলা/পিএইচ