রংপুর ব্যুরো :
রংপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে সারাদেশে বিজিবির প্রায় ৩৭ হাজারের বেশী সদস্য নিয়োজিত রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ নিবার্চন করার সহযোগীতার জন্য সারাদেশে সম্পূর্নরুপে প্রস্তুত। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড়ে বিজিবির চেকপোষ্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় কমান্ডার বলেন, নির্বাচন ঘিরে বাংলাদেশে ৪৯৫ টি উপজেলার মধ্যে ৪৮৯ টি উপজেলায় আমাদের বিজিবি মোতায়েন রয়েছে। আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনছারদের সাথে সমন্বয় করে আমাদের কাজ পরিচালনা করা হবে। রংপুর সেক্টরের আওতাধীন ৪টি জেলা রয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা এখানে সিটি কর্পোরেশনসহ ২৭ টি উপজেলা রয়েছে সেখানে আমাদের সেক্টরের কর্মকর্তা ও সৈনিকরা কাজ করবে। নির্বাচন ঘিরে রংপুরে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আমাদের টিম মোবাইল ও স্ট্রাইকিং হিসেবে নিয়োজিত থাকবে।
শফিকুর রহমান বলেন, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের তল্লাশি কার্যক্রম শুরু করে দিয়েছে। পাশাপাশি দেশের সিমান্তবর্তী ৪ হাজার ৪২৭ কিলোমিটার বর্ডার এলাকায় আমাদের টহল টিম বাড়ানো হয়েছে। এছাড়াও র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান ও আমাদের সহযোগীতায় কুইক এ্যাকশন টিম প্রস্তুত রাখা হয়েছে।
সেক্টর কমান্ডার আরো বলেন, আমরা ড্রোন, সিসি ক্যামেরা ব্যাবহারের মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করছি। যা ইতোমধ্যে পুলিশের মাঝে দেখা যাচ্ছে। মোট কথা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা পুরোদমে প্রস্তুত রয়েছি। যাতে স্বচ্ছতার সহিত নির্বাচন পরিচালিত হয়। এবার আমরা নির্বাচনের জন্যআগের চেয়ে প্রচুর পরিমান জনবল নিয়োগ করেছি।
বিচ্ছিন্ন ঘটনা প্রসঙ্গে বিজিবির এই কর্মকর্তা বলেন, নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন কোনো ঘটনা এখনো ঘটেনি তবে লালমনিরহাটে একটি ছোট ঘটনা ঘটলেও তাৎক্ষনিক ভাবে সেটা মুকাবেলা করা হয়েছে। আমরা ইতোমধ্যে কিছু ঝুকিপূর্ণ কেন্দ্র সনাক্ত করেছি সেখানে আমরা নিরাপত্তা বলয় তৈরি করে তা মোকাবেলা করবো।এ সময় বিজিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বোরহানউদ্দিন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
একটা সময় হিন্দু-মুসলমান বিভেদ সৃষ্টি করা হয়েছে আমাদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে পুতুল
জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের এমপি প্রার্থীগণ