ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্যপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। তিনি বলেন, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীকে ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এই ভোটই নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা।’ তিনি ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটারদের ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ভোটকেন্দ্র পাহারায় সচেষ্ট থাকতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশীদ খান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টার।

আরও পড়ুন
বোরহানউদ্দিন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
একটা সময় হিন্দু-মুসলমান বিভেদ সৃষ্টি করা হয়েছে আমাদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে পুতুল
জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের এমপি প্রার্থীগণ