Saturday, January 31st, 2026, 7:48 pm

নাসিরনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং ও কর্মশালা অনুষ্ঠিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার,  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী, নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিনসহ  নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরীন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে। তাই সুষ্ঠু,সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।এসময় তিনি নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।