অনলাইন ডেস্ক :
‘সুপারহিরো সুপারহিরোইন’ প্রতিযোগিতার প্রিয়মুখ সাখাওয়াত সাগর। তিনি জনপ্রিয় মডেল এবং অভিনেতা। সাম্প্রতিক সময়ে পরিচালনাতেও ব্যস্ত তিনি। মডেলিং ও অভিনয়ের বাইরে এই সুদর্শন হিরো পরিচালনা করছেন নাটক। সম্প্রতি তিনি শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে শুটিং করে এলেন একক নাটক ‘চেনা অচেনা’- এর। সাগর জানান, এই নাটকে অভিনয় করেছেন খন্দকার সোহান, হৃদয় রাজ জয়, শামীমা সুলতানা উর্মি, শেখ স্বপ্না, রকি খান, প্রকৃতি দাস, বিপ্লব দেব, এনামুল হক রিপনসহ আরও অনেকে। নাটকটি রচনা করেছেন আরিহা চৌধুরী। পরিচালক সাখাওয়াত সাগর জানান, ‘এটি একটি রোমান্টিক গল্পের নাটক। শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে নায়ক ও নায়িকার পরিচয় হয়। তারপরে গল্প এগিয়ে যায় তাদের প্রণয়ের দিকে।’ জানা গেছে, সিডি ভিশনের প্রযোজনায় নির্মিত এই নাটকটি প্রযোজনা করেছেন মাহবুব আলম।

আরও পড়ুন
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান
আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান