অনলাইন ডেস্ক :
বক্তব্যধর্মী নাটক ও ছবিতে অভিনয় করে প্রশংসিত ফারজানা ছবি। সেই ধারাবাহিকতায় অভিনয় ক্যারিয়ারের চতুর্থ ছবিতে অভিনয় করছেন তিনি। অরণ্য আনোয়ারের পরিচালনায় এটির নাম ‘মা’। ঢাকার বাইরে এটির শুটিং চলছে এখন। সাম্প্রদায়িক সম্প্রীতি, বিরোধ, মুক্তিযুদ্ধ, প্রেম, মমতা, হিংস্রতা ও ঘৃণার অনবদ্য এক মিশ্রনে এটির গল্প তৈরি করা হয়েছে। এতে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মায়ের চরিত্রে দেখা যাবে ফারজানা ছবিকে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি চরিত্রই আমার সমান গুরুত্ব বহন করে। আমি সব সময় যে ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করি, এটি সে রকমই একটি কাজ। পরিচালক থেকে শুরু করে সবাই আন্তরিকতা দিয়েই কাজ করছেন। আমি এতে অভিনয়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞ পরিচালকের কাছে। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে। এদিকে করোনাকালেই অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ নামের আরেকটি ছবিতে অভিনয় করছেন এই অভিনেত্রী। বড়পর্দার কাজের পাশাপাশি একাধিক নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান
আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান