Monday, November 15th, 2021, 9:04 pm

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস ২৬ শতাংশ

ফাইল ছবি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://juniv-admission.org/ এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘বি’ ইউনিটের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৩ হাজার ৭৯১ জন ভর্তিচ্ছু। যা এই ইউনিটের মোট ভর্তিচ্ছুর ৬২.০৭ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ২২৬ জন। সে হিসেবে পাসের হার ২৬ শতাংশ। ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে ১০ গুণ ভর্তিচ্ছুর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের মেধাতালিকায় প্রথম হওয়া ভর্তিচ্ছুর প্রাপ্ত নম্বর ৭৭.৩৬ এবং ছাত্রীদের মেধাতালিকায় প্রথম হওয়া ভর্তিচ্ছুর নম্বর ৭৫.০২। এর আগে, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার ‘এফ’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এরইমধ্যে ‘ডি’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয়েছে।