চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক ব্যক্তিকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে খাজা রোড খালাসী পুকুর পাড় এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইয়াকুব (৫৬)। এঘটনায় পুলিশ নাবিল ও আক্কাস নামে দুই জনকে আটক করেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, বাড়ীর প্রবেশের রাস্তার স্পিডব্রেকার ভাঙার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে ঝগড়ার এক পর্যায়ে বাবা ছেলে মিলে ক্রিকেটের ব্যাট দিয়ে ইয়াকুবকে পিটিয়ে আঘাত করে। এতে ইয়াকুব মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঈনুর বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে এবং আরও দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের