নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে এ নির্বাচনের ভোট হবে। ২০১১ সালে গঠনের পর এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন।
এছাড়া টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার নির্বাচনও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের বাঁশখালি। এসব নির্বাচনের ভোটও ইভিএম পদ্ধতিতে হবে।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন