Wednesday, December 8th, 2021, 12:59 pm

ঢাকা টেস্ট: ফলোঅনে বাংলাদেশ, দেশের মাটিতে সর্বনিম্ন রান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ফলোঅন এড়াতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে যৌথ সর্বনিম্ন ৮৭ রানে গুটিয়ে গেছে মুমিনুল বাহিনী। এর আগে ২০০২ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭৬ রান। পঞ্চম দিন সকালে বাংলাদেশ মাত্র ২৮ মিনিট ব্যাট করে শেষ তিনটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১১ রান।

পাকিস্তানের স্পিনার সাজিদ খান ৪২ রান দিয়ে আট উইকেট নিয়েছেন। টেস্টে এটা তার সেরা বোলিং ফিগার।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫৪ বলে ৩৩ এবং নাজমুল হোসেন শান্ত ৫০ বলে ৩০ রান করে সর্বোচ্চ রান করেন।

এর আগে ৯৮ দশমিক ৩ ওভার খেলে ৩০০ রান করে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

এদিকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান, জয় এবং অধিনায়ক মুমিনুল প্যাভিলিয়নে ফিরে গেছেন। মুশফিকুর ও নাজমুল শান্ত ব্যাটিংয়ে রয়েছেন।

—ইউএনবি