Wednesday, December 15th, 2021, 6:50 pm

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত: বিএসএমএমইউ উপাচার্য

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

বুধবার ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দীন বলেন, ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত। গতকালের তুলনায় তিনি অনেক ভালো আছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে, তাকে আরও দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে।

শরফুদ্দীন জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে যওয়ার কোন প্রয়োজন নেই বলেও জানান ডাক্তার শরফুদ্দীন।

–ইউএনবি