Friday, June 11th, 2021, 2:59 pm

চট্টগ্রামে মাদকবাহী মাইক্রোবাস চাপায় পুলিশের এসআই নিহত

নিহত মোহাম্মদ সালাউদ্দিন

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের চান্দগাঁওয়ে মাদক উদ্ধার করতে গিয়ে মাইক্রোবাস চাপায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে মাইক্রবাসটিকে থামাতে সিগন্যাল দেয় চান্দগাঁও থানায় এস আই সালাউদ্দিন। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে ওই পুলিশ সদস্যের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ৭শ’ ৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পানেনি পুলিশ।