Friday, June 11th, 2021, 3:01 pm

যুক্তরাষ্ট্রে দোকানে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি মুদি দোকানে ঢুকে গুলি করার পর বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, মিয়ামি থেকে ৮০ কিলোমিটার দূরের রয়েল পাম বিচে গুলির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছেন।
এদের মধ্যে একজন হামলাকারী রয়েছে বলে নিশ্চিত করেছে পাম বিচ কাউন্টির শেরিফ কার্যালয়।
ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায়ই গুলির ঘটনা ঘটছে, বৃহস্পতিবারের ঘটনা তারই ধারাবাহিকতা বলে মনে করছে পুলিশ।