Sunday, December 26th, 2021, 7:15 pm

শোয়েব আখতারের মা আর নেই

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের জীবনে ঘনিয়ে এলো সবচেয়ে দুঃখের দিনটি। আর রোববার ভোরবেলায় শোয়েবের মা হামিদা আওয়ান পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। জীবনের সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেলার দুঃখজনক খবরটি টুইট করে নিজেই নিশ্চিত করেছেন শোয়েব আখতার। টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’ আসরের পর মায়ের নামাজে জানাজার খবরও দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে হামিদা আওয়ানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলারকে গর্ভে ধারণ করা রতœগর্ভা এই মায়ের।