Wednesday, December 29th, 2021, 1:26 pm

বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ: ফেনীতে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ফেনীতে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীতে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিএনপি সমাবেশ করার কথা ছিল। ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা বিএনপির পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধায় হঠাৎ করেই ওয়াপদা মাঠে বিএনপির সমাবেশস্থলে পাল্টা সমাবেশ ডেকেছে যুবলীগ।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণ বশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

তিনি বলেন, অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

—ইউএনবি