Wednesday, December 29th, 2021, 1:36 pm

দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত

ফাইল ছবি

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রনে আরও তিনজন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে।

বুধবার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার দেশে আরও দুজন ওমিক্রনে আক্রান্ত হয়।

১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

ঢাকায় ফেরত আসার পর তাদের রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ নারী দলের দুই সদস্য করোনা পজিটিভ এসেছেন। এর পাঁচ দিন পর ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা দু’জনই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জানায়, ওমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় ভালো আছেন এবং তারা করোনা নেগেটিভ হয়েছেন।

—ইউএনবি