Monday, June 14th, 2021, 12:44 pm

সারাদেশে তিন দিন থাকবে গ্যাসসংকট

অনলাইন ডেস্ক :
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। এর ফলে আজ থেকে তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আরো জানায়, আজ সোমবার (১৪ জুন) থেকে আগামী বুধবার (১৬ জুন) পর্যন্ত গ্যাসের এ সরবরাহ বিঘ্ন ঘটবে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি ঢুকতে পারছে না।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি নামতে পারবে না। এ কারণেই আগামী তিন দিন সারাদেশেই গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।