Friday, December 31st, 2021, 7:57 pm

সাদা পোশাকে দল আগের চেয়ে ভালো করছে: ডমিঙ্গো

অনলাইন ডেস্ক :

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২১ বছরেও বাংলাদেশ এই ফরম্যাটে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। টেস্ট মানসিকতাই তৈরি হয়নি ক্রিকেটারদের মাঝে। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের মান খুব খারাপ। ফলাফল বলছে লাল বলের ক্রিকেটে দিন দিন অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশের পারফরম্যান্স। কিন্তু বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমনটা ভাবছেন না। তাঁর দাবি, সাদা পোশাকে দল আগের চেয়ে ভালো করছে। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো ফরম্যাটেই জিততে পারেনি বাংলাদেশ। টেস্টে তো করুণ অবস্থা। বড় ব্যবধানে হার হয়েছে সঙ্গী। এবার দলে নেই সাকিব-তামিমের মতো অভিজ্ঞরা। তবু সিরিজের প্রথম টেস্টের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘মাস দুয়েক ধরে খুব কঠিন সময় যাচ্ছে, সন্দেহ নেই। টেস্ট ম্যাচে আমরা দল হিসেবে উন্নতি করছি। ফলাফলে হয়তো সেই প্রতিফলন নেই, তবে টেস্ট ম্যাচে আমরা আগের চেয়ে ভালো করছি।’ ডমিঙ্গো আরো বলেন, ‘আমাদের দু-একজন বড় ক্রিকেটার এখানে নেই, যা খুব একটা আদর্শ নয়। তবে অনেক ইতিবাচক দিকও আছে এটির। অনেক তরুণ ক্রিকেটার এখানে এসেছে, যারা নিউজিল্যান্ডে খুব একটা টেস্ট খেলেনি। আগের পারফরম্যান্সের ক্ষত তাই তাদের থাকবে না। এটিকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। আমরা জানি যে, টেস্ট ম্যাচে আমাদের রেকর্ড ভালো নয় এখানে। তবে আমরা রোমাঞ্চিত যে তরুণদের সামনে নিউজিল্যান্ডের স্বাদ পাওয়ার ও ভালো পারফর্ম করার ভালো সুযোগ আছে।’