Wednesday, January 5th, 2022, 12:38 pm

দিনাজপুরে ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত

দিনাজপুরের পার্বতীপুর এলাকায় রেলগেটে আটকা পড়া ট্রাকে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, বুধবার ভোর ৪টায় রেল গেটে আটকা পড়া একটি ট্রাককে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, ‘পার্বতীপুর থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ করছে।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—ইউএনবি