রাজধানীর উত্তরায় একটি ইজিবাইক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে বাউনিয়া বটতলার একটি টিনশেড কারখানায় আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তারা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান বলেন, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার