Saturday, January 8th, 2022, 7:33 pm

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ট্রলির সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার বহালাবাড়ি মোড় এলাকায় শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিউল(৩৫) আলিউল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের আনারুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ধান বোঝায় একটি ট্রলি পেছন দিক থেকে একটি ট্রাকে ধাক্কা মারে। এতে ট্রলির যাত্রী আলিউল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ট্রাক ও ট্রলি আটক করেছে। তবে চালক দুজনেই পলাতক রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি