অনলাইন ডেস্ক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। রোববার (১৬ জানুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। উল্লেখ্য, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার পর জানুয়ারি মাসের ৩১ তারিখ নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন কেএম মুজিবুল হক
পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হঠাৎ পরীক্ষা স্থগিত করায় বিপাকে হাজারো পরীক্ষার্থীবৃন্দ