Tuesday, January 18th, 2022, 7:48 pm

ইনজুরিতে বার্সার উমতিতি

অনলাইন ডেস্ক :

অনুশীলনে পায়ে চোটে পেয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার সামুয়েল উমতিতি। মঙ্গলবার তার অস্ত্রোপচার করানো হবে। ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে কাম্প নউয়ের দলটি। উমতিতির ডান পায়ে আঘাত লেগেছে এবং পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে গেছে বলে জানানো হয়েছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ২০২৬ সালের জুন মাস পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন বলে গত সপ্তাহে জানায় বার্সেলোনা। বর্তমান চুক্তির অবশিষ্ট ১৮ মাসের কম বেতন নিতেও রাজি তিনি। উমতিতি তার বেতন কমানোর কারণেই লা লিগায় ফেররান তরেসকে নিবন্ধন করাতে পারে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে পাঁচ বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া তরুণ এই ফরোয়ার্ডের বাইআউট ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।