Monday, January 24th, 2022, 7:55 pm

বর্ষসেরা ক্রিকেটার হলেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক :

এবারের আইসিসি অ্যাওয়ার্ডকে পিসিবি অ্যাওয়ার্ড বললেও মনে হয় ভুল বলা হবে না। কারণ, পুরুষ ক্রিকেটের প্রায় সবগুলো পুরস্কারই জিতে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। যার সর্বশেষ আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। এটিই আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। সোমবার এক বিবৃতিতে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এই পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন বিশ্বের নামিদামি সব ক্রিকেটারদের। বিগত ২০২১ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয় একটি বছর। দলীয় পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছে। এই বছরে শাহিন শাহ আফ্রিদি সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। এতে ২২.২০ গড়ে উইকেট শিকার করেছেন ৭৮টি। সেরা বোলিং ফিগার ৫১ রানের বিনিময়ে ৬ উইকেট।