Friday, June 18th, 2021, 9:51 pm

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কামরুল মনিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল মনির (৭১) ইন্তেকাল করেছেন। গত শুক্রবার ভোর ৪টার দিকে রাজশাহীর সাগরপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা বাদল বলেন, অ্যাডভোকেট কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। এক সময় তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন। তিনি আরও জানান, বাদ জুমা শহরের টিকাপাড়া ঈদগাহে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার স্বজনরা জানান, কামরুল মনির বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।