Sunday, January 30th, 2022, 1:48 pm

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

অনলাইন ডেস্ক :

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে শনিবার বাস একটি উল্টে যাওয়ার এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
বাসটিতে ২৩ জন তীর্থযাত্রী ছিল। তারা সান জুয়ান ডি লস লাগোস শহরে অনুষ্ঠেয় বার্ষিক ক্যাথলিক উদযাপনে যাচ্ছিল। যদিও করোনা ভাইরাসের কারনে এবারের আয়োজনটি বাতিল করা হয়েছিল। অন্যান্য বছর এ্ই ক্যাথলিক আয়োজনে গড়ে প্রায় ২০ লাখ লোক অংশ নেয়।
উল্লেখ্য, মেক্সিকোয় প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর সনোরা রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং ২২ জন আহত হয়।