চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি হোটেলের কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ২৫ বছর বয়সী এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
কর্মকর্তারা জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ওই নারী একজন পুরুষের সঙ্গে হোটেলে উঠেন। তারা দুজনেই নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যান।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের