Saturday, February 12th, 2022, 7:42 pm

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’

অনলাইন ডেস্ক :

সুন্দরবনে এলিট ফোর্স ব্যাটালিয়ন র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাখ্যাত পরিচালক দীপংকর দীপন নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা। দুবার সিমেনাটি মুক্তির দিনক্ষণ ঠিক করেও করোনার কারণে মুক্তি দিতে পারেননি। কিন্তু এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বলে জানান পরিচালক দীপংকর দীপন। তিনি বলেন, শেষ মুহূর্তের টেকনিক্যাল কাজগুলো করছি। শতভাগ দেওয়ার চেষ্টায় আছি। কোনো ধরনের আপোশ করব না। সপ্তাহখানেকের মধ্যে টেকনিক্যাল কাজ শেষ হবে। এরপর ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার গানের শুটিং করবো। গানের দৃশ্য ধারণ আগেই শেষ হয়ে যেত। কিন্তু সিয়াম করোনার টিকা না দেওয়ার কারণে দেরি হয়েছে। সিনেমার মুক্তি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আমাদেরই বন্ধুপ্রতীম একজন পরিচালক তার সিনেমা রোজার ঈদে আনতে চান, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদুল আজহার ঈদে মুক্তি দেওয়ার। আশা করছি ঈদুল আজহার তারিখ কোনোভাবে নড়চড় হবে না।’ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ আরও অনেকে।