Monday, February 14th, 2022, 8:15 pm

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায়ও বেশ জনপ্রিয় জয়া আহসান। শুধু তাই নয়, ওপার বাংলার বেশিরভাগ সম্মানজনক পুরস্কারও পেয়েছেন তিনি। এমনই এক প্রাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানালেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে।

কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন’ আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান।

পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেনন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।’

উল্লেখ্য, ‘বিনি সুতোয়’ সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস’। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার গুনী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

—ইউএনবি