Wednesday, February 16th, 2022, 8:38 pm

ইউরোপে যুদ্ধ চায় না রাশিয়া: পুতিন

অনলাইন ডেস্ক :

ইউরোপে যুদ্ধ চায় না রাশিয়া। মস্কোতে জার্মানি চ্যান্সেলর ওলাফ শ্যুলজের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিরাপত্তা ও ন্যাটোর উদ্বেগ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি করেন পুতিন। দ্রুত এটি বন্ধের আহ্বান জানান। জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শুরুর আগেই, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনাকে সরানোর ঘোষণা দেয় মস্কো। তবে কত সেনা ব্যারাকে ফিরেছে সে সংখ্যা জানা যায়নি। এদিকে, রাশিয়া এখনো ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ হলে চরম মানবিক বিপর্যয় দেখা দিবে বলে সতর্ক করেছেন বাইডেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরেই বাইডেনের এই বিবৃতি আসে। এমন পরিস্থিতিতে রুশ-ইউক্রেন উত্তেজনা প্রশমনের আশা বেড়েছে- বলছেন বিশ্লেষকেরা। তবে ইউক্রেন সীমান্ত থেকে সেনা কমানোর আভাস দেখছে না ন্যাটো, ইউক্রেন ও যুক্তরাজ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা অবশ্যই যুদ্ধ চাই না। সে কারণেই আমরা আলোচনার প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব রেখেছি। আমাদের দেশসহ সবার সমান নিরাপত্তা প্রদানের বিষয়ে একটি চুক্তি হওয়া উচিত। দুর্ভাগ্যবশত- আমরা এরইমধ্যে এটি সম্পর্কে কথা বলেছি – আমাদের দেয়া প্রস্তাবে যথেষ্ট গঠনমূলক প্রতিক্রিয়া পাইনি।