ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘‘শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা বিবেচনায় নিয়ে আমরা এই বছর ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
‘ঘ’ ইউনিট ভর্তির সময় শিক্ষার্থীদের তাদের বিভাগ পরিবর্তনের একটা সুযোগ দেয়।
ভবিষ্যতে এই ইউনিট বাদ দেয়া হতে পারে কি না জানতে চাইলে অধ্যাপক জিয়া বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “আমাদের আজকের সভার আলোচ্যসূচির মধ্যে এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটের বিষয়টি ছিল।”
—ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার