Thursday, February 17th, 2022, 7:04 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী গত সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এই সময়ে মৃত্যুর সংখ্যা স্থিতিশীল রয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫৮ লাখ ৪৯ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮১ লাখ ৬৮ হাজার ৮৬১ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ২৮ হাজার ৪৯০ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৪১ হাজার ৯৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৯৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৭ লাখ ২৩ হাজার ৫৫৮ সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯ হাজার ৮৭২ জনে।