অনলাইন ডেস্ক :
আগামীকাল শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ফরচুন ররিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে হয়ে গেল ফটোসেশন। সেই ফটোসেশনে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস থাকলেও উপস্থিত ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বরিশাল ম্যানেজমেন্ট জানিয়েছে, পেটের পীড়ার কারণে আসেননি সাকিব। তার পরিবর্তে ফটোসেশনে অংশ নিয়েছেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বিপিএলের ট্রফি উন্মোচন করেন সোহানই। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সোহান। সেখানে ম্যানেজমেন্টের বক্তব্যের সঙ্গে মিলেনি সহ-অধিনায়ক সোহানের দেওয়া তথ্য। সোহান বলেন, ‘সকালে সাকিব ভাইকে জিম করতে দেখেছি। ওঁর পেটের পীড়া সম্পর্কে আমি জানি না। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। ’

আরও পড়ুন
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল
যুক্তরাষ্ট্র ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত